আইসল্যান্ডে গিয়ে আমি দেখেছি একটি জাতি সভ্যতার কত উঁচু পর্যায়ে পৌঁছাতে পারে।
আজীবন শুধু রূপকথার গল্পতেই দেখেছি যেখানে একটি রাজ্যের প্রজাদের সমৃদ্ধি, সুখ ও শান্তির পরিমান বুঝানোর জন্য উপমা হিসেবে বলা হতো যে অমুক রাজ্যে প্রজারা এতটাই সুখে-শান্তিতে বসবাস করতো যে তাদের ঘরের দরজা খোলা রেখেই তারা ঘুমোতে যেতো।