কক্সবাজারে হোটেল ভাড়া নিয়ে পর্যটকদের মনে একটা সাধারণ প্রশ্ন থাকে। কক্সবাজারে হোটেল ভাড়া কত? কোন ধরণের হোটেলের কেমন ভাড়া? কম দামী হোটেলে কি অসুবিধা আর দামী হোটেলে কি সুবিধা? ইত্যাদি অনেক অনেক প্রশ্ন পর্যটকের মনে উদয় হয় কক্সবাজারের হোটেল ভাড়া নিয়ে।

কক্সবাজারে কোন হোটেলের ভাড়া কত?
কক্সবাজারে আসলে বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ক্যাটাগরির ও বিভিন্ন ভাড়ার হোটেল আছে। আর বিভিন্ন সময়ে বা উপলক্ষেও হোটেল ভাড়া উঠা-নামা করে। যেমন, শীতর সময় ভাড়া এটু বেশী, শুক্রবার-শনিবার ভাড়া বেশী, ঈদ বা আন্যান্য লম্বা ছুটির সময় গুলোতেও কক্সবাজারে হোটেল ভাড়া একটু বাড়ানো থাকে।

কোন সময়ে কক্সবাজারে হোটেল ভাড়া কম থাকে?
গ্রীষ্মকাল ও কর্মদিবস সমূহে কক্সবাজারে পর্যটকদের চাপ কম থাকে, তাই এই সময় গুলাতে কক্সবাজারে হোটেল ভাড়াও কম থাকে।

কক্সবাজারে বিভিন্ন ক্যাটাগরির হোটেল ও হোটেল ভাড়া
কক্সবাজারে ৫ ক্যাটাগরির হোটেল পাবেন, যথাঃ
- ইকোনমিক হোটেল
- মড়ারেট ইকোনমিক হোটেল
- মিড়িয়াম কোয়ালিটি হোটেল
- স্টার কোয়ালিটি হোটেল ও
- ফাইভ স্টার হোটেল

ইকোনমিক হোটেল, কক্সবাজার
ইকোনমিক হোটেল গোলা-ই কক্সবাজারের সব চেয়ে কম দামী হোটেল। আপনি যদি সব চেয়ে কম টাকায় কক্সবাজারে রাত্রী যাপন করতে চান, তাহলে এই কম দামী হোটেল গুলা আপনার জন্য।
সাধারণত, বিভিন্ন কটেজ বা টিনশেড় যে হোটেল গুলা আপনারা কলাতলীতে দেখতে পান, ঐ হোটেল সমূহ এই ক্যাট্যাগরির।
এই সকল হোটেলে আপনারা ৫০০ টাকা থেকে ১০০০ টাকায় হোটেল বুকিং করতে পারবেন। এই সকল হোটেলেও এসি-ননএসি প্রভৃতি রুম পাবেন।
সমস্যাঃ কক্সবাজারে ইকোনমিক হোটেল সমূহ অপেক্ষাকৃত অনিরাপদ। এই সকল হোটেলে অনেক সময় অনৈতিক কার্যকলাপ চলে, ও পুলিশ রেইড় দেয় অনেক সময়।